সময়ের কাছে মেলেনি ঠাঁই,
অপচয়ের বেদনায়
কর্মের কাছে মেলেনি ঠাঁই,
ঐশ্বর্য খ্যাতির কাঙ্ক্ষিত প্রলোভনে।
নৈসর্গের কাছে মেলেনি ঠাঁই
ধ্রুপদী অপরাহ্নের আহ্বানে
রাত্রির কাছে মেলেনি ঠাঁই,
বেহিসেবী আতসবাতির আয়োজনে।
পথের কাছে মেলেনি ঠাই
দীর্ঘ বিষণ্নতার ক্লান্তিতে,
অপার সৌন্দর্যে মেলেনি ঠাঁই,
দ্বীপবাসিনী বলে।
শুধু তোমার ঋণবদ্ধ প্রেমে
একবার মিলেছিলো ঠাঁই
নিমগ্ন রাত আলো আঁধারি
জানালা গলা পবিত্র ভোরে
হাওয়ার মাতাল স্পর্শে।
ব্রেকফ্রাস্ট লাঞ্চ ডিনার,
পানির নতুন স্বাদে।
বসন্তের ব্যাকুল চাওয়ায়,
অরণ্যের নিবিড়তায়।
ইচ্ছে নদীতে অবগাহনের পরম সুখে
আটলান্টার নীল গভীরতা ছুঁয়ে
শিহরিত নিমন্ত্রণে।
একগুচ্ছ স্বপ্নের নির্মল ফোয়ারা জেগে উঠেছিল,
সেই একবারের মতোই নিঃসঙ্কোচে
নিঃশ্বাসে মিলেছে ঠাঁই
উষ্ণতার কাছে বরফের অপরিশোধ্য ঋণ।