আরও ৩০ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ না পাওয়ায় আরও ৩০ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) ৬৮তম সভায় সুপারিশের ভিত্তিতে এদের সনদ বাতিল করে গত ১৮ অক্টোবর গেজেট জারি করা হয়।
গত জুলাই মাসে ১৩৪ জনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির গেজেট বাতিল করা হয়।
এর আগে গত ৭ জুন বিমান বাহিনী ও বিজিবিতে যোগ দেওয়ার সময় গেজেটভুক্ত হয়েছিলেন এমন এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা সনদও বাতিল করা হয়েছে। তবে পরে হাই কোর্ট সেই আদেশ স্থগিত করে দেয়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধকবি টোকন ঠাকুরের জামিন
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আবদুল হক কমান্ডার স্মরণ সভা