আমি, প্রকৃতি ও প্রেম

শামীম ফাতেমা মুন্নী | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

বিশ্বাস আছে বলেই স্বপ্ন আছে। স্বপ্ন আছে বলেই বন্ধন আছে। বন্ধন আছে বলেই সম্পর্ক গড়ে ওঠে নিবিড়তায়। অদৃশ্য এক সূতোর মায়াটানে বাঁধা পড়ে আছি আমি, তুমি, আমরা, তোমরা! জীবনের বালুচরে এগিয়ে চলি স্বপ্নীল আশায়, চোরাবালি পার হয়ে যাই অদম্য তৃষ্ণায়! শ্রাবণ দুপুরে বৃষ্টিভেজা গন্ধরাজ মুঠোয় ভরে তার সৌরভে শ্বাস নিই বুকের গহীন থেকে! জলভেজা লিলি চেয়ে রয় অবাক বিস্ময়ে। আকাশের মায়ায় নিজেকে খুঁজি, তার কাছ থেকে কিছু নীল ধার নেবো চোখের কাজলে। সবুজের ছায়ায় নিজেকে খুঁজি, তার কাছ থেকে কিছু সবুজ নিয়ে হৃদয়ে ধারণ করবো বলে। অধরা আকাশ ছুঁতে ভালোবেসেই ছুটে যাই তাই নীল সাগরজলে, যার বুকে প্রতিবিম্বিত হয় নীল আকাশ প্রতিচ্ছায়ায়! সে মুহূর্তে অদ্ভুত অপরূপা এক মায়াবিনী মানবীর ছায়া ছেয়ে থাকে আমার সত্তা! দারুচিনি দ্বীপের সুরভিত লবঙ্গ মেয়ে হয়ে শ্রাবণমেঘের অঝোরধারায় মেতে উঠি আমি সমুদ্রস্নানে। সাগরনীলে কখন যেন মনের নীল ধুয়ে যায়,উচ্ছল উচ্ছ্বাসে সবুজে মন রাঙিয়ে নিই ভালোবেসে! পথ… সে তো প্রেমেরই এক চলন্ত অমনিবাস! পথ……সে তো ভালোবাসার এক চিরন্তন অমনিবাস। ভালোলাগা নিয়ে পথ চলি আমি, আনন্দ কুড়োই,কষ্ট কুড়োই,অশ্রু লুকিয়ে হাসি অপার ভালোলাগায়। বাতাস জড়িয়ে ধরে আঁচল, মেয়ে তুমি ভালো আছো তো? বাতাসের প্রবল ভালোবাসার আলিঙ্গনে নিজেকে ছেড়ে দিই…পরাণ জুড়িয়ে যায়। মেঠোপথ হাতছানি দেয় আমায় নিরন্তর। কোনো এক নক্ষত্র জ্বলা রাতের আকাশের নীচে জোনাকজ্বলা মেঠোপথে মেঘের স্পর্শে পথ চলবো, কান পেতে শুনবো ঝিঁঝিঁর শব্দ! নিস্তব্ধ নিসর্গে মিষ্টি জোনাকিরা পথ দেখাবে, জ্বলজ্বলে সন্ধ্যাতারার দিশায় চলবো সেই পথ। বিশাল আকাশের বুকে নিশ্চিন্তে দু’নয়ন দৃষ্টি মেলে দেয় -পৃথিবীর পথে একাকিতার ভীরু মুঠোহাত, ছেড়োনা কখনো যেন! প্রকৃতি যেমন উজাড় করে ভালোবাসতে জানে,ভালোবাসতে শেখায়, তেমনি প্রকৃতির প্রতিশোধ ও কিন্তু ভয়ংকর। সমস্ত আতংক, সমস্ত উদ্বিগ্নতা উড়িয়ে দিয়ে যান্ত্রিকতার পৃথিবী ছেড়ে প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসায় হাসনুহানার মাতাল করা সুবাসে মেঘহীন বৃষ্টিতে মন ভেজাই সরলতার প্রতিমা হয়ে! আমার আমিকে খুঁজে পাই হয়তো সে কাঙ্ক্ষিত ক্ষণে!

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিন
পরবর্তী নিবন্ধভালো আছো তো