আমি নদ বলছি

তসলিম খাঁ | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

আমার কাব্য ছুঁয়ে যায়, ঐ-দূর নীলিমায়, জলরাশির ব্যাকুলতায়, এ-মনের আয়নায়। আমি চেয়েছি ধুলো-মাটি পেয়েছি আউল-বাউল, আমি চেয়েছি পাহাড়-ঝর্ণা এতেই মন আকুল-ব্যাকুল। আমার এ-দেহে নেই কোন ধুর্জটি,আমার এ-বুকে চলে কত মনজুটি। আমার প্রাণের আকাশ-বাতাস, দাও; সুখ চাইছি/ এ-মন সকলের তরে, আমি নদ বলছি।

পূর্ববর্তী নিবন্ধচরিত্র
পরবর্তী নিবন্ধসন্তানের হৃদয়ের কাছাকাছি থাকার আপ্রাণ চেষ্টা