আমি তাই চাই, যা শুধুই আমার

তানিয়া তানি | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মরণের সময়ও যেনো পরনে থাকে

প্রভু সত্যের ছাপ,

মননে ভরে দিও অপ্রাপ্তির আঘাত।

আমি চাই নে। চাই নে হে প্রভু,

লোক দেখানো প্রাপ্তি।

চাই নে আর শত মিথ্যে হাসি।

চাই নে, নিতে মিথ্যে সুখ।

আমার ভালো থাকায় না হোক কারো অসুখ।

চাই। আমি তাই চাই, যা শুধুই আমার।

যাতে নেই মিথ্যে স্বপ্ন ভরা জবান।

চাই হাজারও কণ্টক মেশা কথ্য।

জীবন হোক অতি সংকীর্ণ।

পূর্ববর্তী নিবন্ধপাখি হয়ে উড়ে গেলো
পরবর্তী নিবন্ধকিচ্ছু চাই না আমি