আমি এখন হন্যে হয়ে সেই মাকে খুঁজছি

মাসুদা তোফা | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

আমি সেই মায়ের কথা বলছি যে একমাত্র সন্তানকে বলেছে যুদ্ধে যা বাবা দেশ স্বাধীন করে ফিরে আসিস।
আমি সেই মায়ের কথা বলছি যে সন্তানকে বিদায় দেবার সময় বলেছে, একটা মানচিত্র নিয়ে তবে ফিরিস কিন্তু আমি সে মায়ের কথা বলছি যে মেয়েটিকে যুদ্ধে পাঠিয়ে বলেছে তুই ফিরে এলে লাল সবুজ শাড়ি কিনে দেবো।
আমি সেই মায়ের কথা বলছি যে ছেলেকে বলেছে হায়েনাদের শেষ করে পতাকা হাতে আসিস বাবা।
আমি সেই মায়ের কথা বলছি যে ছেলেকে বলেছে অসংখ্য মা বোনের সম্‌ভ্রমহানির প্রতিশোধ নিয়ে ফিরিস বাবা।
আমি সে মায়ের কথা বলছি যে ছেলেকে বলেছে রাস্তার ধারে যে উলঙ্গ মেয়েটি নিথর দেহে পড়েছিল তার প্রতিশোধ নিস। সেই মায়ের কাছে চিরদিন আমরা কৃতজ্ঞ, বিনম্র শ্রদ্ধায় নত তোমার সাহসের কাছে। এতো সাহস মা তুমি কোথা থেকে এনেছিলে? তোমার ছেলেরা জীবন দিয়ে দেশ এনেছে, শত্রুকে শাসিয়েছে, বিদায় করেছে তবেই ফিরেছে।
সেদিন ওরা রাজপথের রক্তের দামে ছিনিয়ে এনেছে দেশ।
তুমি গরবিনী, তুমি জননী সাহসিকা এমন দৃঢ়চেতা মা আজ আর পাইনা -আজ কথায় কথায় মা-বাবা ভাই খুন হয়
মানুষ এখন খুনের নেশায় মত্ত, দেশ ও যেন ক্রমেই প্রতিকারহীন। আবার তুমি আসো মা রণরঙ্গিণী বেশে- সন্তানকে ভালো মানুষ গড়তে শিখাও সবে – দেশপ্রেম নিষ্ঠা সততা নৈতিকতা মানবতা -ভালোবাসা আর বিশ্বাস ছড়াতে হবে মানুষে মানুষে
তবেই পৃথিবী সুন্দর ও সুখের হবে। আমি এখন হন্যে হয়ে সেই মাকে খুঁজছি।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাজীবন
পরবর্তী নিবন্ধসুরের আকাশে শুকতারা