আমিরাতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর একজনসহ দুই বাংলাদেশি নিহত

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:০৮ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর জাহাঙ্গীর আলম (৪৯) নামে একজনসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত অপরজন হলেন নারায়ণগঞ্জের রতন মিয়া (৫০)। গত সোমবার বিকেলে আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস আল খাইমাহতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বোয়ালখালী পৌর এলাকার বহদ্দার পাড়ার ইউসুফ তালুকদার বাড়ির আবদুল মোতালেব ছেলে।

নিহতের মামা আবুল হাসেম জানান, নিজের কর্মস্থল মিউনিসিপালিটি অফিসে যাওয়ার পথে মাসাফি নামক এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয় জাহাঙ্গীরের গাড়িটি। খবর পেয়ে স্থানিয় পুলিশ ও মেডিকেল টিম এসে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপালিটির একজন ইলেক্ট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে সপরিবারে বসবাস করছিলেন। তার স্ত্রী, তিন মেয়ে এবং চার মাস বয়সী এক ছেলে রয়েছে। জাহাঙ্গীরের লাশ শেখ সাকর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মায়ের মৃত্যুতে তিনি সর্বশেষ দেশে এসেছিলেন। মাস দেড়ক আগে আমিরাতে ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মুদি দোকানের ৩ লাখ টাকার তেল লুট
পরবর্তী নিবন্ধসি অ্যাম্বুলেন্স অকেজো স্পিড বোট সার্ভিস বন্ধ