সংযুক্ত আরব আমিরাতের গ্রীনসিটি আল আইনে বাংলাদেশী মালিকানাধীন প্রথম সুস্বাদু পানীয় জলের কোম্পানি ‘আইকন মিনারেল ড্রিংকিং ওয়াটার’ এর যাত্রা শুরু হয়েছে।
গত শুক্রবার ৪ জুন বাদে এশা আল আইন ছানাইয়ার লুলু মার্কেটের পিছনে কোম্পানির অফিসে স্হানীয় স্পন্সর আবদুল্লাহ আল কাবী ও প্রতিস্ঠানটির মালিক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ফিতা কেটে প্রতিষ্ঠানটির পানীয় জল সরবরাহের কার্যক্রমের সূচনা করেন।
আল আইনের গ্রীনল্যান্ড থেকে আহরণ করে উৎপাদন করা হবে এ প্রাকৃতিক মিনারেল ওয়াটার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাছির মুনিম, শায়খ আজহারুল ইসলাম, হফিজ আবদুল্লাহ, হাফেজ বশিরুজ্জামান, এম এ খায়ের নিজামী, নাছের উল্লাহ নাছের, আব্দুস সালাম হিরন, মিজানুর রহমান, হাসান চৌধুরী, আলীনুর রহমান খান, হাসান মজিদ ইসলাম, আবুল হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরো অনেকে।
তারা সবাই দেশীয় মালিকানাধীন পানীয় জলের এ নতুন প্রতিষ্ঠান তথা কোম্পানির জন্য শুভ কামনাসহ দেশীয় প্রবাসীদের দেশীয় কোম্পানির পানি পান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
কোম্পানীর মালিক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন বলেন, “আইকন মিনারেল ড্রিংকিং ওয়াটার-বেটার ফর লাইফ।”