বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক দৈনিক কর্ণফুলীর সিনিয়র ফটো সাংবাদিক মোহাম্মদ হোসাইনের পিতা সমাজ সেবক আমিনুল হক প্রকাশ বাচা মিয়া গত ২৭ ডিসেম্বর রাত ১০.২০ টায় মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে ৬ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে জান।
গতকাল বুধবার সকাল ১০টায় দক্ষিণ মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমিনুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মনজুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।