চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় আমিনুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক এস এম তারেকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ দাবা ফেডারেশন এর সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফিদে মাষ্টার আব্দুল মালেক, সহ সভাপতি শহীদুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক হাসান রফিকুল, সহ দপ্তর মো. আসিফ মাহমুদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এডভোকেট সত্যন্জয় বড়ুয়া টিটু, কার্যকরী সদস্য মুজিবুর রহমান,মীর্জা আরিফুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় ফিদে মাষ্টার আব্দুল মালেক সাত খেলায় সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, সাড়ে ৫ পয়েন্ট নিয়ে প্রকৌশলী এস এম তারেক রানার-আপ, মুজিবুর রহমান তৃতীয়, মীর্জা আরিফুর রহমান চতুর্থ, ৫ পয়েন্ট নিয়ে দিব্য দাশ ৫ম, রাব্বি সেলিম ৬ষ্ঠ, রাফি ইসলাম সপ্তম ও দাবা জাহাঙ্গীর ৮ম স্থান লাভ করেন। মহিলা বিভাগে তাসপ্রিয়া প্রিমা,অনূর্ধ্ব-২০ বিভাগে মাহির সাদমান ও ৫০ উর্ধ্ব বিভাগে তাজুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতায় মোট ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।