আমার সারাবেলা

নিবেদিতা বড়ুয়া | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

এই শিউলী ঝরা রাতে না হয় একবার এসো।

সারাবেলা তোমার থাক,

এবার একটু সময় দিও।

কতকাল নির্বাসনে শব্দরা হেঁটে গেছে

তোমার ঘুমন্ত শহরে।

তোমাকে পড়তে চেয়েছে, অস্থিরতার এজলাসে বসে।

অলৌকিক দাহে, পুড়ছে স্বপ্নের শ্মশান।

জাগতে চাওনি মন পোড়া ঘ্রাণে।

লুটিয়ে পড়ছে সমস্ত চাওয়া

ধ্যানীর মতো শান্ত অন্ধকারে।

মুক্তোর মতো লুকিয়ে রেখেছি আমার বেহায়া সময়।

কেবল তোমার দরজায় ভিড় করে।

তবু আমি মোহন ব্যথার সুখ কিনি।

ঘোরের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে অভ্যেদ্য দেয়াল।

এবার একটু গাইতে পারো, রাগ ভৈরবীর সুরের খেয়াল।

অগণন নক্ষত্রের মাঝে লুকিয়ে রেখেছি,

বেবাক শূন্যতা।

যেখানে উড়তে পারে অন্তহীন মায়া।

যদি মাঘী পূর্ণিমার রাতে,

ঝড়ে যায় মেঘ ভাঙা তারা।

তখনো রেখে যাবো আমাকে —–

তোমার কাছে, আমার সারা বেলা।

পূর্ববর্তী নিবন্ধযেখানে তুমি
পরবর্তী নিবন্ধএকটি আর্তনাদ