কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন ঢালিউডের নায়িকা পরীমণি। তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ১৭ জানুয়ারি। তবে ভিসা জটিলতায় সিনেমার প্রচারে কলকাতায় যেতে পারেননি ‘বিশ্বসুন্দরী’খ্যাত নায়িকা। খবর বাংলানিউজের।
সিনেমাটির প্রচারে কথা বলছেন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে। যেখানে উঠে এসেছে অভিনয়, প্রেমসহ নানা বিষয়। ‘ফেলুবক্সী’তে অভিনয়ের প্রস্তাব পেয়ে কেমন লেগেছিলো? পরীমণি বলেন, সত্যি বলতে অভিনয় করার ভাবনা নিয়ে কলকাতায় আসিনি। কিন্তু সিনেমাতে আমার অভিনীত চরিত্র শোনার পর সেই আমি কিছুতেই ‘না’ বলতে পারলাম না। একটাই অনুরোধ, এক্ষুণি চরিত্র নিয়ে প্রশ্ন করবেন না। একের পর এক প্রেম, বিয়ে, বিচ্ছেদের ঘটনা ঘটিয়ে সিনে জগতের সংবাদে বারবার শিরোনাম হয়েছেন পরীমণি।
পরী যোগ করে বলেন, কী করে যে বোঝাই, আমার আর প্রেম আসে না। ওই জোন থেকে বেরিয়ে এসেছি। সকলের শুভেচ্ছা পড়তে পড়তে মনে হল, বুঝি বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। পরের দিন ঘুম থেকে উঠে তাই সমাজিকমাধ্যমে ভিডিওর পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম। তবে নতুন প্রেমে পড়লে নিজেই তা ঘটা করে জানাতে চান পরীমণি। এমনটিই আভাস পাওয়া গেল নায়িকার কথায়। তার ভাষ্য, আরে, আমার প্রেম, নতুন প্রেম–কোথায় আমি উত্তেজনায় ফুটব। জেগে স্বপ্ন দেখব। তাদের দেখি কী উৎসাহ–উদ্দীপনা। আমার প্রেম হলে ওদের যে কী সমস্যা! আমি কারও হব না–তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যথা! তাই সমস্ত অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো।