রবিবার নয়, সোমবার নয় ; সপ্তাহে পুরো সব বার —
তোমাদের আমি স্মরণে রাখি হে রফিক, সালাম, জব্বার ।
জানি আমি সেই তোমরা সবাই কতো সাহসী ও কী ছিলে ?
মুখে নিয়ে সেই ভাষাটার দাবী ছুটে গিয়েছিলে মিছিলে ।
ফিরলে না পিছু মাথা করে নিচু ভয়ে কাঁপলে না থিরথির
পাঠ করি আমি তোমাদের সেই কথা আছে যতো কীর্তির ।
আমি জানি সেই তোমরা আমার প্রোথিত গভীরে – কী মূলে
দেখি আমি সেই রক্তের লাল প্রতিটি পলাশ, শিমুলে
মনে পড়ে সেই তোমাদের স্মৃতি ভুলতে পারি না মূলত
শ্রদ্ধায় তাই আমি খালি পায় হাতে নিয়ে আসি ফুল অতো
খুঁজি ডানে বামে মিনারের থামে তোমাদের সেই মুখটা
অভাবিত এক চাপা কান্নায় হু হু করে ওঠে বুকটা ।
কী যে এই শোক জলে ভরা চোখ জানি মনটাকে কে নাড়ে
তোমাদের নাম লিখে রাখি আমি আমার বুকের ব্যানারে ।