সিআরবি চট্টগ্রামের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সিআরবি চট্টগ্রামের এমন একটি স্থান যেখানে ছোট বড় সকলেই আসে। তরুণরা আসে বন্ধুবান্ধব নিয়ে, আবার অনেকেই আসে পরিবার নিয়ে। বেড়ানোর জায়গা হিসেবে বহুমানুষের কাছে পছন্দের জায়গা হল সিআরবি। এই একটিমাত্র জায়গা আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এখনও অবশিষ্ট আছে। কিছুদিন আগে আমিও আমার মা-বাবার সঙ্গে গিয়েছিলাম আর আনন্দে দিন কাটালাম সেখানে। এখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। অন্যদিকে কিশোর -তরুণরা ক্রিকেট ও ফুটবল খেলায় মেতে উঠেছে সিআরবিতে। সকলেই এখানে বিপুল আনন্দিত চিত্তে প্রকৃতির নান্দনিকতা উপভোগ করছে। আবার দেখলাম অনেকেই আন্দোলন করছে সিআরবি বাঁচানোর জন্য। আমরাও যুক্ত হলাম সিআরবি রক্ষা আন্দোলনে। চট্টগ্রামের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে সাধারণ মানুষেরাও যোগ দিল। সিআরবিতে অবস্থিত শহীদদের কবর, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সিআরবির প্রাসঙ্গিকতা, সাংস্কৃতিক চর্চার অনন্য জনপদ এর গুরুত্ব নিয়ে উপস্থিতদের কথাগুলো শুনে আমরা অনুপ্রাণিত হলাম। সিআরবিকে চট্টগ্রাম শহরের ফুসফুস বলা হয়। এখানেই কিছু গাছ অবশিষ্ট আছে আর বেশিরভাগ জায়গায় তো গাছের অস্তিত্বই চলে গেছে। যে কোনো মূল্যে সিআরবির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে। সিআরবিতে হাসপাতাল বা যেকোনো স্থাপনা করার পরিকল্পনা বাতিল করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।