আমার ছেলেবেলা

সরোয়ার রানা | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১০ পূর্বাহ্ণ

ছোটবেলার মধুর স্মৃতি ফিরে ফিরে আসে
মজার মজার সব ঘটনা স্মৃতিপটে ভাসে।

কাঁদা জলে গা ভিজিয়ে মাছ ধরেছি কতো
মাটির গন্ধ মন মাতানো অনেক মজা হতো।

পুরোনো সেই শিউলি সুবাস আজো কেন ভাসে
পুরোনো সব দিনগুলো যে খিলখিলিয়ে হাসে।

হাজার মজার খুনসুটি আর দুষ্টুমিতে ভরা
এমন ছেলেবেলা কি আর দেবে কভু ধরা?

লাটাই হাতে রঙিন ঘুড়ি উড়তো আকাশ পানে
খোলা মাঠে মিষ্টি রোদে কাটতো গানে গানে।

পাখির পিছে ছুটোছুটি ঘুরি বনে বনে
যাই ফিরে যাই ছোটবেলায় চাই যে মনে মনে।

পূর্ববর্তী নিবন্ধশুধু একবার ডাক দিয়ে দেখো
পরবর্তী নিবন্ধঅনূদিত কোরাস