যখন আমি তোমার ছিলাম না!
তখন কি আমায় খুঁজতে?
সন্ধ্যা আকাশের নির্জনতা
তুমি কি বুঝতে!
আধ খোলা জানালায়
বৃষ্টি ছুঁতে ভিজে হাওয়ায়
প্রিয়তমা কি তুমি চেয়েছিলে!
আমায় কি তুমি ডেকেছিলে!
সেদিন প্রভাতে শিউলি তলায়
গভীর আবেশে ফুল কুড়ায়
মনের অগোচরে হেসেছিলে!
সেদিন কি আমার কথা ভেবেছিলে!
মনের আকাশের মেঘ কাটাতে
প্রত্যাখ্যানে কাঁদতে গিয়ে
একটু স্পর্শ কি চেয়েছিলে!
আমায় কি তুমি ডেকেছিলে!
পরিমিতিবোধ ভুলে
অকারণে হাসতে চেয়ে
দুটি চোখ কি খুঁজেছিলে!
আমার কথা কি তুমি ভেবেছিলে !