আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব

টুম্পা ভট্টাচার্য্য | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:১৭ পূর্বাহ্ণ

আজ থেকে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। তবে এবার হয়তো প্রতি বছরের মতো জাঁকজমকপূর্ণ কিছু হবে না। তাই এবছর সংক্ষিপ্ত পরিসরে পূজার আয়োজনে আমাদেরই সহযোগিতা করা প্রয়োজন। ২০২০ এই বছরে করোনা দুর্যোগ সকল প্রকার উৎসবের আনন্দ থেকে বঞ্চিত করলো আমাদের। তবুও নিজে এবং অন্যদের সুস্থ থাকার লক্ষ্যে আরো কিছুটাদিন ধৈর্য ধারণ করাই আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। নিয়ম অমান্য করে কিছুটা সময়ের আনন্দ যেন আমার আপনার পরিবারের সদস্যদের বড় ক্ষতির কারণ না হয়ে যায়! তাই এবছর দেবী মায়ের কাছে আমাদের প্রার্থনা হোক সামাজিক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে। যাতে করে দ্রুত এই দুর্যোগ মুক্তির প্রতিষেধক বের হয় এবং পৃথিবীর সকল মানুষ আবারও স্বাভাবিক সচল জীবন ফিরে পায়। আমাদের একটু নিয়ন্ত্রণ ও সচেতনতা আসছে বছর হয়তো আরো দ্বিগুণ আনন্দ দান করবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির কৃতী সন্তান প্রফেসর তোফায়েল আহমেদ সিকদার
পরবর্তী নিবন্ধওজিএল ডিগ্রী আর টোয়েন্টি টোয়েন্টি পাশ