স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে আমাদের জীবনযাত্রার মান যেমনটা উন্নত হয়েছে ঠিক তেমনি আমাদের মধ্য থেকে দেশপ্রেমের চেতনা দিন দিন লোপ পাচ্ছে। আমরা দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি এবং আত্মস্বার্থ আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। দেশের চেয়ে ব্যক্তিগত চাওয়া-পাওয়াটাই যেন আমাদের কাছে আজ মুখ্য হয়ে গেছে। দেশ ও দেশের মানুষের কথা না ভেবে দেশের ক্ষতি করে নিজেদের উদরপূর্তি করছি আমরা। দেশপ্রেমের চেতনার চেয়ে নিজ স্বার্থকে বড় করে দেখছি। এজন্য ধনীরা আরও ধনী আর গরিবেরা দিন দিন আরও গরিব হচ্ছে। এজন্য দুর্নীতি, অন্যায়, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে এই ধরণের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও দশের উন্নয়নে কাজ করতে হবে। স্বার্থপরতা ত্যাগ করে দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে হবে। দুর্নীতিসহ সব ধরনের ঘৃণিত কাজ হতে বিরত থাকরে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সকল প্রকার বিভেদ ভুলে গিয়ে দেশের তরে নিজেদেরকে নিবেদিত করতে হবে, তবেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।
লেখক: শিক্ষার্থী