আমাদের বিজয়ী হতেই হবে

ফাইজা আলিফ সারোয়ার | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

মানসিক অবসন্নতা যেন একটি অভ্যাসে পরিণত হয়েছে। কিশোর থেকে শুরু করে বয়স্ক সকলেই এই অভ্যাসের দাস। এই করোনা মহামারীর সময়ে চারিদিকে মৃত্যুর খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে, সংবাদপত্র সবখানেই মানুষের আহাজারি। আমরা শঙ্কিত বোধ করছি নিজেদের জীবন নিয়ে, প্রিয়জনদের জীবন নিয়ে। তাছাড়া প্রায় পনের মাসের মতো এতো লম্বা সময় ঘরবন্দী থাকার কারণে মানসিক পরিবর্তন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তো আছেই। স্বাভাবিক জীবন কেমন ছিল তাও ভুলতে বসেছি অনেকেই। এক্ষেত্রে মানসিক অবসন্নতা থেকে উত্তরণের জন্য নিজেকে সৃজনশীল কর্মকাণ্ডে ব্যস্ত রাখুন। ধর্মীয় কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখুন। বিশ্বাস করা হিউম্যান টেনডেনসি। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আমাদের মানসিক শান্তি দেয়। তাই নিজ নিজ ধর্ম পালন করুন। পরিবারের সাথে সময় কাটান। শেষে করোনার মতো মহামারীর সাথে লড়ে বিজয়ী আমাদের হতেই হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালীন বিশেষ টেকনিক্যাল পদ্ধতির ক্লাস চালু হোক
পরবর্তী নিবন্ধরেশন কার্ড চালু করা হোক