স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই কয়েকটি বাংলা অক্ষর নিয়ে হাজার বছর ধরে রূপান্তর থেকে রূপান্তিত হয়ে সৃষ্টি হয়েছে রুচিশীল সহজ বাংলা ভাষা। কত গল্প, প্রবন্ধ রচনা, বই, খবরের কাগজ, কবিতা, ছড়া, গান, নাটক এবং ইতিহাস রচিত হয়েছে। বিভিন্ন বিষয়ে লেখালেখি ও ভাবনার আদান প্রদান, মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম বাংলা ভাষা। শব্দগুলো সংযুক্ত করে দিন রাত লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত সভা, সমিতি, মিছিল নিয়ে।
শব্দরা মিলিয়ে যায় বিভিন্ন স্ট্যাটাসে, ইমু, ফেইসবুকে। বিভিন্ন ভাষা থেকে বাংলা করা, কখনো সুখবর, কখনো খারাপ খবর। আমরা জানি কোন কিছুর শুরু হলে তার শেষ হয়। কিন্তু প্রকৃত পক্ষে বাংলা ভাষা কখনো বিলুপ্ত হবে না। যতদিন না এই পৃথিবীতে মানুষ বেচেঁ থাকবে। বাঙালি জাতি বেচেঁ থাকবে। বাংলা শব্দগুলো নিয়ে চর্চা ও সাধনা করে অনেক জ্ঞানীগুণী হয়েছেন।
নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে সংবেদনশীল হয়ে সমাজে কি ভাবে সুখে শান্তিতে বন্ধন তৈরী করে সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকা যায় সকল বর্ণের মানুষের সাথে আপন হওয়া যায় তা শিখেছে, জেনেছে। শব্দগুলো বিক্রি করে কোটি কোটি মানুষ বেচেঁ আছে ব্যবসা বাণিজ্য করে। মাতৃভাষার জন্য সংগঠিত হয় ১৯৫২ সালে ভাষা আন্দোলন। আমাদের প্রিয় বাংলা ভাষার মর্যাদা রক্ষাকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্বা ও সম্মান জানিয়ে বলতে চাই, আমরা যেন ভালো কাজ করি, ভালো চলি।