আমরা বাঙালি এটাই হোক পরিচয়

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

আমরা বংশ পরম্পরায় আধ্যাত্মিকতায় বিশ্বাসী। পারস্পরিক সৌহার্দ্যতায় বিশ্বাসী। বাঙালি জাতি লুটতরাজ জাতি নয়। সদা হাসোজ্জল নম্র ভদ্র সাদাসিধে জীবনে অভ্যস্ত এক জাতির নাম বাঙালি জাতি। তাই সুফীবাদের ধ্যান ধারণা খুব সহজে আমাদের আকৃষ্ট করেছিল। আজো আমরা সে ধারায় বিশ্বাসী। ভুলে গেলে চলবেনা আমাদের সকলেরই পরিচয় একটি আমরা বাঙালি আমরা মানুষ। আমাদের রক্ত একই রঙের আমাদের পরিচয় আমরা কোনো না কোনোভান একে অপরের আত্মীয়। বিশ্বের যেকোন প্রান্তে একজন বাঙালি জয়লাভ করলে বিজয় অর্জন করলে আমরা সবাই খুশি হই।
কোন বাঙালি বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াই। আমরা তখন ধর্ম বর্ণ দেখি না। আজো আমরা আশা করব সকলেই আপন আপন স্থান থেকে একে অপরের প্রতি পুরনো সৌহার্দ্যপূর্ণ সময় ফিরিয়ে আনব। বাংলাদেশ কোন হিন্দু মুসলিম বৌদ্ধর না বাংলাদেশ বাঙালির। আমাদের আদি পরিচয় আমরা বাঙালি ধর্ম এসেছে বিবর্তনের মাধ্যমে আমরা একেক সময় একেক ধর্মে বিশ্বাসী ছিলাম। তবে আমরা বাঙালি ছিলাম আছি সেই পরিচয়টি মুছেনি মুছবে না। ধর্মের চেয়ে যেনো আমাদের জাতিসত্তা প্রাধান্য পায় সে প্রত্যাশা করি।
সিরাজুল মুস্তফা, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানী টমাস আলভা এডিসন
পরবর্তী নিবন্ধপরস্পর বিদ্বেষে বিপর্যস্ত হয় সর্বোত্তম সম্পর্ক