নগরীর আমবাগান এলাকায় একটি ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. এনামুল হক জানান, আমবাগানের একটি বাসা বাড়িতে বিদ্যুতের মাল্টিপ্লাক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এটি একটি ছোট অগ্নিকাণ্ড। ফায়ার এক্সটিংগুইসার (অগ্নিনির্বাপক যন্ত্র) ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।