আল্লামা নঈমী কর্মের মাঝে বেঁচে থাকবেন

স্মরণসভায় বক্তাদের অভিমত

| বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ছিলেন সিরিকোট দরবারের চোখের মণি, সুন্নি মুসলমানদের প্রাণস্পন্দন। তাঁর জ্ঞান-গভীর বক্তব্য সুন্নি মুসলমানদের উজ্জীবীত করেছে। তিনি তাঁর কর্মের মাঝে বেঁচে থাকবেন। গত ২ ফেব্রুয়ারি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা অডিটোরিয়ামে কামিল হাদীস ২০০৪ ব্যাচের ব্যবস্থাপনায় মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (রহ.) ও জামেয়া সংশ্লিষ্টদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন। মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলক্বাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ সোলাইমান আনসারী, উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী, আশরাফুজ্জামান আলক্বাদেরী, অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রেজভী, আল্লামা আবু তাহের, আবুল হাশেম শাহ্‌, ড. আবদুল হালীম ক্বাদেরী, নুরুন্নবী আলক্বাদেরী, হাফেজ আনিসুজ্জামান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যাপক অহিদুল আলম, মাওলানা আবদুল মালেক, মাওলানা মহিউদ্দিন রেযা খান, মাওলানা হামেদ রেযা নঈমী, মাওলানা কাশেম রেযা নঈমী, মাওলানা আবদুল জব্বার, মাওলানা ইমরান হাসান, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখিকা জেসমিন খানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআমবাগানে বহুতল ভবনে আগুন