আমতলায় ট্রান্সফর্মারে মধ্যরাতে আগুন

দ্রুত নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি হয়নি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

নগরীর রেয়াজুদ্দিন বাজারের আমতলা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে গতকাল মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত এ আগুন নিভিয়ে ফেলে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুনের বিস্তৃতির আগেই তা নিয়ন্ত্রণ করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ৩ এপ্রিলও সাধারণ ছুটি, ঈদ ঘিরে ৯ দিনের অবকাশ
পরবর্তী নিবন্ধআইআইইউসি থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ