আবৃত্তি কথামালায় ক্বণনের শামসুর রাহমান স্মরণানুষ্ঠান

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

‘স্বাধীনতার কবি শামসুর রাহমান। তিনি সকল মত, পথ ও সম্প্রদায়ের নান্দীকার। মুক্তিযুদ্ধের চেতনাবাহিত বাংলাদেশের সুষম বিকাশের অন্যতম স্বপ্নদ্রষ্টা কবি শামসুর রাহমান।’ ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত শামসুর রাহমান স্মরণানুষ্ঠানে কথাগুলো বলছিলেন বক্তারা। গতকাল শুক্রবার বিকেলে আজাদী মিলনায়তনে শামসুর রাহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী অধ্যাপক রাশেদ মোহাম্মদ, আবৃত্তি শিল্পী ইমরানুল হক এবং লেখক ও চিন্তক আবদুস সামাদ রাজু। স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, শামসুর রাহমান বাংলদেশের কবিতার প্রতিনিধিত্বশীল অন্যতম প্রধান কণ্ঠস্বর। তিনি কবিতায় কালের ইতিহাসকে ধারণ করেছেন। তাঁর কবিতায় প্রতিভাত হয়েছে মাটি, মানুষ ও স্বদেশের চেতনাস্নাত দেশপ্রেম। বক্তারা বলেন, সাহিত্যবোদ্ধা ও কাব্যমোদীদের চর্চা ছাড়াও বাচিক শিল্পীরা শামসুর রাহমানের কবিতা অধিগত বা আত্মস্থ করেছে এবং বাচিক শৈলীতে ও স্বরমাধুর্যে শত-সহস্র কণ্ঠে আবৃত্তি করেছে, করছে এবং করবে। শামসুর রাহমানের কবিতার একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী সাইমুম মুর্তজা, আবসার তানিম, মুহতারিমা, শুভ্রা চক্রবর্তী, সুস্মিতা চৌধুরী, ইব্রহিম মাহমুদ, মুনয়িম আসরা, জান্নাত মিশর, রিদুয়ান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ জনগণের শক্তিতে বলীয়ান, ভারত অকৃত্রিম বন্ধু