বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ‘স্বর্ণালি ৬০’ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর এনায়েতবাজারস্থ চট্টগ্রাম মহিলা কলেজে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন প্রশিক্ষণার্থীদের ফুল ও ডায়েরি দিয়ে বরণ করা হয়। আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. আনোয়ার সাঈদ, চিকিৎসক ও সংগীতশিল্পী প্রফেসর ডা. রজত বিশ্বাস।
অতিথিরা বলেন, আবৃত্তিশিল্পের সামাজিক ভূমিকার ব্যাপকতা রয়েছে। এ দুঃসময়ে সবাইকে স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে। এদেশের স্বাধীনতা যারা চাইনি তারা আজ চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে। এদের থেকে দেশকে বাঁচাতে আবৃত্তির মাধ্যমে গণ মানুষের কাছে যাওয়ার মধ্য দিয়ে তাদের নেতিবাচক ভূমিকা তুলে ধরতে হবে।
তারা বলেন, আজ যারা অভিনয় বা অন্যান্য শিল্প মাধ্যমে সফলতার শীর্ষে, তারাই আবৃত্তিশিল্পে প্রত্যক্ষভাবে জড়িত। বোধন সেই পথটুকু শুদ্ধভাবে শাণিত করতে ১৯৮৭ সালে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৩ সালে বোধন আবৃত্তি স্কুল নিরন্তর গতিতে দেশব্যাপী বিশেষ ভূমিকা রেখে চলেছে।
আলোচনা পর্বে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি সুবর্ণা চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্ণব মহাজন ও ঋত্বিকা নন্দী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোধনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, পলি ঘোষ, পার্থ বড়ুয়া, জসিম উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, শংকর প্রসাদ নাথ, সুমিত শুভ্র। প্রেস বিজ্ঞপ্তি।












