আবুল কালাম

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

নগরীর মধ্যম হালিশহর নিবাসি ইমাম শরিফ সওদাগর বাড়ির মরহুম ইমাম শরিফের পুত্র আলহাজ আবুল কালাম গতকাল বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মরহুম আবুল কালাম দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাহাব উদ্দিন আলমের শ্বশুর।

মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। মরহুম আবুল কালামের ৩ ছেলে সেকান্দর আলী, আলী কায়সার ও আলী নওশাদ। মরহুমের প্রথম নামাজে জানাজা পাহাড়তলী সরাইপাড়া জয়নগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা মধ্যম হালিশহরে তার পৈতিক নিবাস ইমাম শরিফ সওদাগর বাড়িতে সম্পন্ন হয়।

শিল্পপতি আবুল কালামের ইন্তেকালে আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্‌রাসা কমিটির সভাপতি মনজুর আলম, সেক্রটারী মুহাম্মদ আলী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, এস.এ গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন আলম, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাজ্জাদ আরেফিন গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আব্দুল মালেক
পরবর্তী নিবন্ধকর্ণেল আবু তাহের স্মরণে জাসদের আলোচনা সভা