আবারো ৫ দিনের রিমান্ডে ইদ্রিস সিআইপি

কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ইদ্রিস সিআইপিকে আবারো ৫ দিনের রিমান্ড দিয়েছেন কক্সবাজার জেলা সিনিয়র স্পেশাল জজ আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মো. ইসমাইল। এর আগে প্রথম দফায় তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন।
দুদক সূত্র জানায়, দুদকের মামলায় গত ২ মার্চ গ্রেপ্তার হন ইদ্রিস। ইদ্রিসসহ একটি সংঘবদ্ধচক্র বাতিল ও স্থগিত খতিয়ান দিয়ে কক্সবাজারের পিবিআই ও সিআইডির জেলা কার্যালয় নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি নিজেরা ও তাদের স্ত্রীর নামে আমমোক্তার দেখিয়ে কিংবা অন্যের জমি নিজের দেখিয়ে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ নিজেরাই তুলে নিয়ে কোটিপতি বনেছেন।
কক্সবাজার জেলা আদালতে দুদকের আইনজীবী মো. আবদুর রহিম আজাদীকে বলেন, ‘ইদ্রিস সিআইপির প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষ হওয়ার পর আবারো রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর সাথে অভিমান বাইশারীতে গৃহকর্তার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধহাজতি রুবেল রিমান্ডে