আবারো ভ্যাপসা গরম, অস্বস্তি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

প্রায় দুই সপ্তাহ স্বস্তিতে কাটানোর পর আবারো ভ্যাপসা গরমে অস্বস্তিতে ভুগছেন নগরবাসী। কারণ ধীরে ধীরে বাড়ছে শহরের তাপমাত্রা। গতকাল স্বভাবিকের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রেকর্ড হয়েছে নগরে। অবশ্য গতকাল চট্টগ্রামের পাশের জেলা রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেখানে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলায় গতকাল মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এবং হঠাৎ করে বৃষ্টিপাত কমে যাওয়ায় গরমটা বেশি অনুভূত হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাঙমাটিতে ৩৮ ডিগ্রি, সন্দ্বীপে ৩৬ দশমিক ২এবং সীতাকুণ্ডে রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে। আবহাওয়া অফিস গতকাল জানায়, দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরো বিস্তার লাভ করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ৫ দিন পর সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে প্লেট চাপায় শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধসনদ পুড়িয়ে ফেলা ইডেন শিক্ষার্থীকে চাকরি দিলেন পলক