আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হলেন ইনজামাম উল হক। দ্বিতীয়বারের মতো পিসিবির দায়িত্ব নিলেন দেশটির সাবেক এই অধিনায়ক। এমনটায় জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। জাকা আশরাফ পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ভেঙে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে ছিলেন প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার।












