আবদুল আজিজ ছিলেন ত্যাগী নেতা

চমেকে স্মরণসভায় হুমায়ুন কবীর

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আজিজের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চমেক হাসপাতাল আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর বলেন, মরহুম আবদুল আজিজ ছিলেন একজন ত্যাগী নেতা। যিনি সংগঠনের জন্য তার সমুদয় সম্পত্তি বিক্রি করেছেন। যেটি একটি বিরল ঘটনা। তাঁর জন্ম না হলে কর্মচারী সমিতি প্রতিষ্ঠিত হতো না। কর্মচারীরা বর্তমানে এর সুফল ভোগ করছে।
মো. আবদুল মতিন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। মরহুম আবদুল আজিজের পুত্র আবদুল মান্নান, মরহুমের নাতি পল্টন থানার ওসি খোরশেদুল আলম, কর্মচারী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, মোবাশ্বের হোসেন সেলিম, নুরুল ইসলাম নুরু, মো. শাহজাহান, আনোয়ার হোসেন টিপু, মো. শাহনেওয়াজ অভি, মো. ইব্রাহীম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন চমেক হাসপাতাল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরী। অনুষ্ঠানে সমিতির চট্টগ্রাম জেলা ও চমেক হাসপাতাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাকশিসের শিক্ষক সংবর্ধনা ‘শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’
পরবর্তী নিবন্ধওমর ফারুক ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ