আফগানিস্তানে তালেবান হত্যা নিয়ে মন্তব্য, সমালোচনায় প্রিন্স হ্যারি

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

 

ব্রিটিশ রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি আফগানিস্তানে তালেবান যোদ্ধাদেরকে হত্যা করা নিয়ে এক মন্তব্যে সুনাম খুইয়েছেন বলে জানিয়েছেন সাবেক এক কমান্ডার। হ্যারি তার লেখা স্মৃতিগ্রন্থ স্পেয়ারএ আফগান যুদ্ধে ২৫ তালেবানকে হত্যা করার কথা জানিয়েছেন এবং এই হত্যাকে দাবার বোর্ড থেকে গুটি সরিয়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা কর্নেল রিচার্ড কেম্প বিবিসিকে বলেছেন, প্রিন্স হ্যারির এমন মন্তব্য সুবিবেচনাপ্রসূত নয়। খবর বিডিনিউজের।

এর ফলে প্রিন্স হ্যারির নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে এবং মানুষজন প্রতিশোধ নিতে প্ররোচিত হতে পারে। ব্রিটিশ সেনাবাহিনীতে থাকার সময় আফগানিস্তানে কিছু সময়ের জন্য ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার এবং পরে অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট ছিলেন হ্যারি। সেই সময়কার ঘটনাবলী সবিস্তারে স্মৃতিকথা ‘স্পেয়ার’এ লিখেছেন তিনি। বিবিসি বইটির একটি কপি হাতে পেয়েছে। বইটিতে হ্যারি প্রথমবারের মতো আফগানিস্তানে ২৫ তালেবান যোদ্ধাকে হত্যা করার কথা প্রকাশ করেছেন। হ্যারি লিখেছেন, এটি গর্ব করার মতো কোনও পরিসংখ্যান নয়, কিন্তু আমি এতে লজ্জিতও নই। যুদ্ধের উত্তাপ আর বিভ্রান্তির মধ্যে আমি ওই ২৫ জনকে মানুষ বলে মনে করিনি।

পূর্ববর্তী নিবন্ধপৃথক সালে জন্ম নিয়ে ভাইরাল এই যমজ!
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সাজাপ্রাপ্তসহ ৯ আসামি গ্রেপ্তার