আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:২০ পূর্বাহ্ণ

আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। শনিবার এই দুই ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দলে ডাক পেয়েছে দুই নতুন মুখ। কজন হলেন দীপক রায় অন্যজন সারোয়ার জামান নিপু। দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস মাঠে। আজ রোববার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আগামী ২৬ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান দল। বাংলাদেশ দলে প্রথমবার ডাক পাওয়া নিপু খেলেছেন এফসি উত্তরাতে। আর দীপন খেলেছেন শেখ রাসেলে। বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হোসেন, মেহেদি হাসান, ইসা ফয়সাল, আতিকুজ্জামান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, আবু সাইদ, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।

পূর্ববর্তী নিবন্ধরাজের মাথায় সেলাই, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি পরী
পরবর্তী নিবন্ধহাঙ্গেরিতে হিটে প্রথম বাংলাদেশের ইমরানুর