আপু অদিতি আরেফীন | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ (৩২,০০৪) চাঁদের মতো আলো ছড়াও, জ্বলো তারার মতো, ফুলবাগানে ফুলের কলি ফোটাও শতো শতো। পাখির মতো উড়তে থাকো, মেঘের মতো ভাসো, পুকুরপাড়ে লুকিয়ে থেকে অলির মতো হাসো। নদীর মতো বয়ে বেড়াও, বাজাও স্বপ্নবীণ, আপু তুমি সবার সেরা শুভ জন্মদিন।