আপনজনের দুঃসময়ে পাশে থাকা জরুরি

নুসরাত সুলতানা | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

আত্মীয়-স্বজনদের দুঃখের সময় যারা আনন্দে লুটোপুটি খেতে পারে তারা কি কোনোদিন আপন হতে পারে? কারো অসময়ে নিজেদেরকে আনন্দে ভাসিয়ে দিতে পারে যারা তারা কি আসলেই আপন? এই প্রশ্নের জবাব আমার কাছে অস্পষ্ট। তবুও বলছি, কারো সুখের সময় যদি সুখের ভাগ নেয়া যায় তাহলে দুঃখে কেন নয়? ‘হে আপন জনেরা, অন্যের দুখে দুঃখী হও, ভুলে যেওনা আল্লাহ সর্ব দ্রষ্টা। নিজেরা আনন্দ করার অনেক সময় পাবে। আপনজনদের অসময়ে কিছুটা সময় যদি নিজের আত্মাকে দুনিয়ার আনন্দ উপভোগ থেকে সংবরণ করতে পারো তবে কী এমন ক্ষতি হয়ে যায়! অন্যের দুঃসময়ে পাশে থাকো, তাহলে নিজের দুঃসময়েও তাদের তোমার কাছেই পাবে। সবকিছুর মালিক আল্লাহ। তিনি সবার জন্য সমান। অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হও। ভুলে যেওনা আপনজন ও আত্মীয় স্বজনের অধিকার সবার আগে। কেউ কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করে না। তবে নিজেরা নিজেদেরকে নিয়ে আনন্দে জড়িয়ে না পড়ে, বিপদ কালীন মুহূর্তগুলোতে আত্মীয় স্বজনের কাছে গিয়ে দুঃখের ভাগীদার হয়ে কিছুটা সময় যদি দেওয়া যায় তবে সেটা কী উত্তম নয়’?

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরি পার্কে ইবাদতখানা নির্মাণ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধবাসযোগ্য একটি সুন্দর চট্টগ্রামই নগরবাসীর কাম্য