আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে চবি শিক্ষক সমিতি

আজ সংবাদ সম্মেলন করবেন উপাচার্য

চবি প্রতিনিধি | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য ও বর্তমান প্রশাসনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে চবি শিক্ষক সমিতি। ধারাবাহিকভাবে তারা গণসংযোগ, অবস্থান কর্মসূচি, ক্লাস পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ প্রদর্শনী কর্মসূচি চলমান থাকবে। পরবর্তী তিনদিন ক্যাম্পাস বন্ধ থাকবে। এর পরদিন বৃহস্পতিবারও সংবাদ প্রদর্শনী চলবে। আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণা দেবে শিক্ষক সমিতি।

বর্তমান প্রশাসনের পতন না হওয়া পর্যন্ত ধারাবাহিক এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক। তিনি দৈনিক আজাদীকে বলেন, এ প্রশাসন পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেব। আগামী সপ্তাহে আমরা আলোচনা করে নতুন কর্মসূচির রূপরেখা দেব। এর আগে আইন ও বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত বছরের ১৭ ডিসেম্বর উপাচার্যের কাছে যায় চবি শিক্ষক সমিতি। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগে বিভাগের পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের লঙ্ঘন। তবে ওই দাবি না মানায় পরদিন থেকে উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিনদিন অবস্থান কর্মসূচি শেষে ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন তারা।

এদিকে সমসাময়িক নানা বিষয় নিয়ে আজ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে চবি উপাচার্য। বিকেল ৫টায় নগরীর চারুকলা ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনৌ দুর্ভোগ লাঘব করতে না পারলে আর কখনও ভোটে দাঁড়াবো না
পরবর্তী নিবন্ধঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে চট্টগ্রাম