আগামী ২১ হতে ২৩ মার্চ কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘সেভেনথ দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স এবং ২৮ থেকে ৩০ মার্চ ভারতে ওআইওএনএস মেরিটাইম এক্সারসাইজ অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা গতকাল শনিবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। জাহাজটি নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে।
এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। অন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বাসসের।
বানৌজা প্রত্যাশা জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন। দেশে ফেরার পথে জাহাজটি ভারতের গোয়ায় ওআইওএনএস মেরিটাইম এক্সারসাইজে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৭ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে। প্রেস বিজ্ঞপ্তি।