ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে সর্বজনবিদিত। প্রায় ৬০টির বেশি দেশে এটি সরকারি ভাষা এবং বিশ্বের প্রায় দুই বিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলে। বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার ৩৫ শতাংশই ইংরেজিভাষী। আধুনিক যোগাযোগে ও বিভিন্ন পেশায় ইংরেজির ব্যাপক ব্যবহারের কারণে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অধীত দ্বিতীয় ভাষা। ইংরেজি ভাষা বর্তমান বিশ্বের একীভূত যোগাযোগের প্রধান মাধ্যম। ইংরেজি শুধু একটি ভাষা নয়; এটি বৈশ্বিক সংস্কৃতির, অর্থনীতির, এবং জ্ঞান–বিজ্ঞান চর্চার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা থেকে শুরু করে চাকরি, আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি, গবেষণা ও প্রযুক্তি খাতে কাজ করতে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার জন্যও ইংরেজি জানা কর্মক্ষম জনগোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি।