চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে আজ ৮ মার্চ সকাল ১০ টা থেকে হোটেল আগ্রাবাদে দিনব্যাপী কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, আন্তর্জাতিক মানের রান্না প্রতিযোগিতা, মাস্ক বিতরণ, নারী দিবসের সম্মাননা প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উইম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারপার্সন কামরুন মালেক। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সকল সদস্যসহ এবং চট্টগ্রাম অঞ্চলের সকল নারী উদ্যোক্তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।