আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল সিভা ফ্রিডম স্কুল

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ২০২৩ এ বেস্ট এক্সিলেন্স ইন এক্সট্রা কারিকুলার এক্টিভিটি ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে। দুবাইয়ের পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজাতে গত ২৬ ফেব্রুয়ারি দিনব্যাপী একটি কনফারেন্স ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মুরাদ। বাংলাদেশ থেকে প্রথম কোন স্কুল এই পুরস্কার পেল।

তিনি বলেন, বিগত পাঁচ বছর ধরে চট্টগ্রামে শিশুদের জন্য মানসম্মত আন্তজার্তিক মানের শিক্ষার প্রসারে ও সমাজের অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ধারাবাহিকভাবে যে কাজ করে যাচ্ছে এই পুরস্কার তার আন্তর্জাতিক স্বীকৃতি। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে পাঁচ বছরে সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল প্রায় ১ হাজারের অধিক শিশুর প্রাথমিক ও প্রাকপ্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু বলেন, সিভার এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন সম্ভব হয়েছে সিভার সব শিক্ষক, টিম মেম্বার, অভিভাবক, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি কোভিড সেনানীদের সম্মাননা স্মারক প্রদান
পরবর্তী নিবন্ধপাঁচদিন ব্যাপী বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প উদ্বোধন