আন্তঃ বিশ্ববিদ্যালয় ওমেন্স ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিজন১ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় সাউদার্ন ইউনিভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে ফ্লাড লাইটে আয়োজিত ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭ উইকেটে স্বাগতিক সাউদার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে। বিজয়ী দলের প্রশান্তি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির আহবায়ক মোহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর, বিসিবির সাবেক পরিচালক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর, সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, প্রক্টর শেখ মো. হাবিব উল্লাহ, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিক, চবির শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শোয়াইব, চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, আয়োজক কমিটির কর্মকর্তা ফারিয়া আকতার, ফয়সাল হোসেন বাতিন, আবুল বাশার, মোহাম্মদ আশিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। প্রথমবারের এ আয়োজনে পাঁচটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাউদার্ন ইউনিভার্সিটির কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধক্যারিয়ারের প্রথম ৫ উইকেট বিপিএলে রেকর্ড শরিফুলের