আন্তঃ জেলা ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। ফলে প্রতিযোগিতাটির চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করে গত আসরের জাতীয় রানার্স আপ চট্টগ্রাম জেলা দল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম জেলা দল ৩১ সেটে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাঁচ সেটের এই ফাইনালের প্রথম সেটে ২৫১৯ পয়েন্টে জয়লাভ করে এগিয়ে যায় চট্টগ্রাম্‌। দ্বিতীয় সেটে চট্টগ্রামের জয় আসে ২৫২৩ সেটে। তবে তৃতীয় সেটে এসে হেরে যায় স্বাগতিকরা ১৮২৫ সেটে। কিন্তু চতুর্থ সেটে আর কোন সুযোগ দেয়নি চট্টগ্রাম। এই সেটটি ২৫১৯ পয়েন্টে জিতে নিয়ে টুর্নামেন্টের আঘ্‌চলিক পর্বের শিরোপাও জিতে নেয়। এই পর্বের ফাইনালে খেলা দুটি দল খেলবে জাতীয় পর্যায়ে। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল সরাসরি ২০ সেটে নোয়াখালী জেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আরেক সেমিফাইনালে কুমিল্লা জেলা দল ২১ সেটে বান্দরবান জেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। কিন্তু ফাইনালে আর চট্টগ্রাম জেলা দলের সাথে পেরে উঠেনি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মুন্না, ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য তারিকুল আনোয়ার খাঁন, লতিফ সরকার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহি সদস্য এবং ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহি সদস্য জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সিজেকেএস কাউন্সিলর শওকত হোসাইন, আলী হাসান রাজু, এনামুল হক, সরোয়ার আলম চৌধুরী মনি, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন আরাফাত সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আন্তঃ বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধস্বপ্ন পূরণের পর এখন দলে টিকে থাকার লড়াই দিপুর