আনোয়ারা ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় নিহত ১

আজাদী অনলাইন | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ২:৫৩ অপরাহ্ণ

আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছে। তার নাম ওমকার দত্ত (৩৮)। তিনি সিংহরা দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে। বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংহরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান থানা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ।

জানা গেছে, আপেল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন ওমকার। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছে।

এদিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে এসে তিনি এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন সমর্থক। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফের বিরুদ্ধে কেন্দ্র দখল, হামলা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
পরবর্তী নিবন্ধবিএনপি’র মানববন্ধন পণ্ড, আটক ৪৪