আনোয়ারা যুবলীগ নেতা ইয়াবাসহ চকবাজারে গ্রেপ্তার

সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

১৪শ’ পিস ইয়াবাসহ আনোয়ারা যুবলীগের এক নেতা চকবাজার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ঘটনার পর গতকাল ওই নেতাকে যুবলীগ থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আনোয়ারা যুবলীগের নেতা মোহাম্মদ ইউসুফ শনিবার দুপুরে চকবাজার বুক মার্কেট এলাকায় ইয়াবা বিক্রিকালে চকবাজার পুলিশের হাতে ধরা পড়ে। তার কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার ব্যাপারে চকবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দৈনিক আজাদীকে জানান, ইউসুফের বিরুদ্ধে আগেরও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। ইউসুফ একটি সিন্ডিকেট করে ইয়াবার ব্যবসা করতো বলেও অভিযোগ রয়েছে।
এই ব্যাপারে গতকাল আনোয়ারা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান দৈনিক আজাদীকে বলেন, ঘটনাটি শোনার পর তাকে যুবলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করার জন্য বলে দিয়েছি। আনোয়ারা আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনসমূহে কোনো ধরনের দাগী লোকজন রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৫৬৮
পরবর্তী নিবন্ধলঘুচাপের প্রভাবে বৃষ্টি