আনোয়ারার যে এলাকায় কর্ণফুলী টানেল গিয়ে শেষ হয়েছে সেখান থেকে চান্দগাঁওয়ের হামিদ চর প্রকল্প বা সমন্বিত প্রকল্পে যাবে ক্যাব কার ও ওয়াটার বাস। এজন্য প্রকল্প এলাকায় নির্মাণ করা হবে একটি কমন জেটি।
সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে প্রকল্পের নকশায় এসব যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গত রোববার আজাদীকে তিনি বলেন, প্রকল্পের নকশায় নতুন করে আরো কিছু যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে ক্যাবল কার ও ওয়াটার বাস। আকাশ পথে ও নৌ পথে আনোয়ারা থেকে প্রকল্প এলাকায় যাতায়াত করবে এ যানবাহনগুলো। এজন্য প্রকল্প এলাকায় হবে একটি কমন জেটি। এছাড়া কর্পোরেট অফিসের জন্য দুটি বা তিনটি ভবন নকশায় রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নকশায় এটা সংযোজন হচ্ছে।
তিনি আরো বলেন, নকশায় নতুন করে সংযোজনের কাজটি আমরা দ্রুত শেষ করব। আশা করছি ঈদের পর ডিপিপি প্রণয়ন হয়ে যাবে। এরপর একনেকের অনুমোদন হয়ে গেলে প্রকল্পের কাজ শুরু হবে। নগরীর চান্দগাঁও থানাধীন কর্ণফুলী নদীতীরের হামিদ চরে প্রস্তাবিত সমন্বিত প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’। চলতি বছর শুরু হতে যাচ্ছে বিশাল এই প্রকল্পের কাজ। এখানে গড়ে তোলা হবে ৪৪টি সরকারি অফিস। বন্দর মৌজার হামিদ চরের ৭৫ একর জায়গায় নির্মাণ হবে সরকারের এই প্রকল্প।
মূলত নগরে চাপ কমাতে ও সাধারণ মানুষকে এক জায়গায় সব ধরনের সেবা দিতে উদ্যোগটি নেয়া হয়। প্রকল্পের নকশায় আরো থাকছে জুডিশিয়ারি বা আদালতের জন্য নির্ধারিত স্পেস, প্রধানমন্ত্রীর জন্য একটি অফিস, মেলার জন্য স্পেস, সার্কিট হাউস, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, স্পোর্টস কমপ্লেক্স, কনভেনশন সেন্টার, শপিং মল, মাল্টি স্টোরেড কার পার্কিং, স্কুল-কলেজ, পরিবহন পুল, পেট্রোল পাম্প, স্মৃতিসৌধ, নভোথিয়েটার ও মসজিদ।
প্রসঙ্গত, জেলা প্রশাসন সমন্বিত এ প্রকল্পের উদ্যোগ নিয়েছে। এটি সরকারি খাস জমি হওয়ায় অধিগ্রহণের ঝামেলা থাকছে না।












