আনোয়ারায় হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত আনোয়ারা উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা গতকাল আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। চূড়ান্ত খেলায় বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র দল ৫-২ গোলে বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে সহ অংশগ্রহণকারি বিদ্যালযসমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮৮.৬৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগের উদ্বোধন