আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় হাতির আক্রমণে আজিজ ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল জানান, চাঁপাতলী গ্রামের বাসিন্দা আজিজ ফকির মাজার প্রেমিক লোক ছিলেন। তিনি রাতে বিভিন্ন মাজার ও গ্রামেগঞ্জে ঘুরে বেড়াতেন। প্রতিদিনের মতো তিনি এলাকায় হাঁটাহাঁটি করার সময় মাজার সংলগ্ন এলাকায় হাতি সামনে পড়ে যান। হাতির শুঁড়ের আঘাতে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী জানান, তিন বছরের বেশি সময় ধরে বন্যহাতি আনোয়ারার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিয়ে প্রতি রাতে বটতলী, হাজীগাঁও, খান বাড়ি, বৈরাগ, মুহাম্মদপুর, গুয়াপঞ্চক, পশ্চিমচাল, চাঁপাতলী, কেইপিজেডসহ বিভিন্ন এলাকায় ঢুকে জমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জানমালের ক্ষতি করছে। তবে বন বিভাগ ও প্রশাসন হাতিগুলো সরানোর কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকার হাজার হাজার মানুষ নির্ঘুম ও আংতকে রাত কাটাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমরিচের বস্তায় ৩শ পিস কার্তুজ
পরবর্তী নিবন্ধবরিশালে শিক্ষার্থী-শ্রমিক পাল্টাপাল্টি অবরোধ