মরিচের বস্তায় ৩শ পিস কার্তুজ

রাজস্থলীতে সাবেক ইউপি সদস্য আটক

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে মরিচের বস্তা থেকে ৩শ পিস কার্তুজসহ গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য থুইসাচিং মারমা (৫০)কে আটক করেছে যৌথবাহিনী। গত ১৯শে ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া বাজারের চৌধুরী মার্কেট লাইব্রেরির গলির ভেতরে এক মুদি দোকানের পাশ থেকে থুইসাচিং মারমাকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে মরিচের প্লাস্টিকের সাদা বস্তার ভেতরে লুকানো প্যাকেট করা ৩শ পিস কার্তুজ উদ্ধার করা হয় ।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ের সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ মিজোরাম থেকে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় পাচারের উদ্দেশ্যে কার্তুজগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্র্যাডির স্বপ্ন গুঁড়িয়ে ওসাকার দ্বিতীয় শিরোপা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু