নতুন আনোয়ারায় স্বপ্নপূরণ এই প্রতিপাদ্যে গত ৭ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া ওয়ান সিটি, টু টাউন বিক্রয়সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার। আনোয়ারায় সিপিডিএল নীড়ের প্রকল্প আনোয়ারা অনিন্দ্য আর্কেডের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এই বিক্রয়সেবা কার্যক্রম। প্রকল্পটি বাণিজ্যিক কাম আবাসিক যেখানে নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সাফকবলায় দোকান ও চতুর্থ থেকে সপ্তম তলা পর্যন্ত আবাসিক সুবিধা রয়েছে।
উদ্বোধনী দিন থেকেই মেলা প্রাঙ্গণ পরিদর্শনে আগ্রহী ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। আনোয়ারা সদর, চাতুরী চৌমূহনী, মালঘর, ডুমুরিয়া, কাফকো, কাফকো সেন্টার, বরকল, বটতলী ইত্যাদি এলাকা হতে স্থানীয় ও প্রবাসে বসবাসরত লোকেদের প্রতিনিধিদের মাঝে প্রকল্পটির ব্যাপারে দারুণ আগ্রহ লক্ষ্য করা যায়। ফ্ল্যাট ও সাফ কবলায় দোকান মূল্য ক্রয়সীমার মধ্যে হওয়ায় স্থানীয় লোকজনের পাশাপাশি অনেক বিনিয়োগকারীও আগ্রহ প্রকাশ করেন। উদ্বোধনী বিক্রয় কার্যক্রমে ইতিমধ্যেই অনেকেই বুকিং নিশ্চিত করেছেন এবং কিছু সংখ্যক গ্রাহক অপেক্ষমান আছেন। সিপিডিএল নীড়ের প্রকল্প আনোয়ারা অনিন্দ্য আর্কেড তাদের বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন পূরণের সুযোগ সৃষ্টি করেছে। গ্রাহকরা সিপিডিএল নীড়ের এই যুগান্তকারী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।