আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ফেরী ঘাট এলাকায় গত শুক্রবার শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আরব সিকদার ফুটবল একাদশ ৩-২ গোলে মরহুম আসাদ আলী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আরামিট গ্রুপের চেয়ারম্যান এসএম আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবেদীন হেলাল, তৌহিদুল ইসলাম তৌহিদ, মো. আইয়ুব, মো. ইউনুচ, মো. ফেরদৌস হোসেন।